সূচনাকালের আহ্বান

বইচিন্তা ব্লগের সূচনাকালের আহ্বান

বই আলোচনা সমালোচনার বিধিবদ্ধ নিয়মগুলো এখানে উন্মুক্ত। একটি বই সম্পর্কে আপনার ভাবনায় আসা প্রথম কথাগুলো বলুন।

স্বতস্ফূর্তভাবে, দ্বিধাহীনচিত্তে, বাঁধভাঙ্গা উচ্ছাসে, সাবলীলভাবে। বলে যান পঠিত বই সম্পর্কে উপলব্ধ অনুভূতিগুলো। যা বুঝলেন, যা জেনেছেন তার সারাংশ। কেমন লাগলো বইটি, কি কারণে, কোন লাইনটি এখনও মনে আছে, কোন সংলাপ, মনের মধ্যে দাগ কেটেছে, কোন চরিত্রটি দৃষ্টি কেড়েছে তার বর্ণনা দিন। পাঠককে জানিয়ে দিন আপনার ভাবনাগুলো।

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত