কয়েকটা কবিতা ও কাব্য নিয়ে সাম্য রাইয়ানের পাঁচটি পাঠপ্রতিক্রিয়া - ১
কয়েকটা কবিতাবই নিয়ে সাম্য রাইয়ানের পাঁচটি পাঠপ্রতিক্রিয়া
- পর্ব ১ -
কবি সাম্য রাইয়ান তাঁর পঠিত কয়েকটি কবিতা ও কবিতাবই নিয়ে ২০১৫-এ ফেসবুকে কিছু মতামত লিখেছিলেন। সেই মতামতগুলোর সংকলন 'বইচিন্তা' হিসেবে প্রকাশ করা হল। কবি ও কবিতা প্রসঙ্গে এই পরিমিত মন্তব্যগুলো বই বিষয়ক চিন্তার মার্জিত নিদর্শন। স্বল্প কথায়, স্বল্পায়াসে কোন একটি বই এবং তার ভাববস্তু সম্পর্কে এরকম সুনির্দিষ্ট ও পরিশীলিত মন্তব্য লিখন ও প্রকাশ এক মননশীল বুদ্ধিদীপ্ত ঘটনা। বই বিষয়ক ভাবনাগুলো প্রকাশ করার অনুমতি দেয়ার জন্য সাম্য রাইয়ানকে ধন্যবাদ।
(১)
ঘোড়া ও প্রাচীর বিষয়ক
শাহ মাইদুল ইসলামের একমাত্র প্রকাশিত বই। অসংখ্য অসমাপ্ত অসম্পূর্ণ বাক্যের সমাহার, যা সেতুটির শেষ অব্দি পৌঁছে দেয় না বরং অসমাপ্ত অংশে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। শব্দের বাগাড়ম্বর নেই। দ্যুতিময় পংক্তির ছড়াছড়ি। অপ্রয়োজনীয় শব্দের কচকচানি নেই। ভাবের গভীরতা আছে। তার সাথে আছে ভাবের জটিলতাও। ঘোর লেগে যায়।
(২)
অব্যক্ত সন্ধির দিকে
বিধান সাহার একমাত্র প্রকাশিত বই। পড়তে পড়তে মনে হচ্ছিল যেন একটিই কবিতা পড়ছি। উদ্ভট কথাবার্তা লিখে কবিতা নামে চালিয়ে দেয়ার প্রবনতা অনুপস্থিত। প্রতিটি কবিতার ভেতরে গল্প আছে। কিছু কবিতায় খুব নিবিড়ভাবে আমি'-র উপস্থিতি ভালো লেগেছে। কিছু কবিতা চমৎকৃত করেছে।
(৩)
একদিন কথাকীর্তনের রাতে
শাহীন মোমতাজের সম্ভবত একমাত্র কবিতাবই। কিছু কবি থাকেন না, যারা নরম্যালি ভালোই লিখেন, ঐরকম কবি মনে হয় আমার তাঁকে। কিছু কবিতা বেশ ভালো লেগেছে। মনে হয় তিনি লিখেছেন তাঁরই জীবনচিত্র; আহত আত্মার গান। সব থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বোধহয়, তাঁর সুর নমিত, আনত এবং ধ্রুপদী।
(৪)
সুখী ধনুর্বিদ
রাসেল রায়হানের একমাত্র প্রকাশিত বই। অনুমান, এই বইটির নাম 'দা ফাইভ মিনিটস অব এ মাইম আর্টিস্ট' হবার কথা ছিলো। এ নামে একটি প্রচ্ছদও ফেইসবুকে দেখেছিলাম। কবিতাজুড়ে সাধারণ কথাবার্তা, শব্দের বাগাড়ম্বর নেই। প্রায় সমস্ত কবিতায় দর্শিত বিষয়াবলীকে অসাধারণ মাত্রা দেবার চেষ্টা স্পষ্ট।
(৫)
ঘুমের ঘুঙুর
শাফি সমুদ্রের একমাত্র প্রকাশিত কবিতাবই। পুরো বইটিতে অনেক কাব্যিক পংক্তির বিন্যাস চোখে পড়ে। কিছু কবিতায় ভাবের যোগ খুব একটা নেই। কবিতায় একধরনের অহংয়ের ছাপ পাওয়া যায়। এটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি নির্জ্ঞান। কবিতাগুলো গড় ভালো। তবে বেশ কয়েকটি কবিতাকে আমার কাছে ভাবের অসমাপ্ত প্রকাশ মনে হয়েছে।
কোন মন্তব্য নেই
মার্জিত মন্তব্য প্রত্যাশিত