বইচিন্তা'র নীতিমালা ও শর্তসমূহ


ঘোষনা

  • আমরা বাঙালি জাতিসত্ত্বার বিশিষ্টতাকে স্বীকার করি।
  • আমাদের সর্বোচ্চ সম্মানের স্থান মুক্তিযুদ্ধ।
  • বাংলাদেশের প্রচলিত আইনকে আমরা অবশ্যমান্য মনে করি।
  • নারীর সমানাধিকার স্বীকার করি।
  • শিশু অধিকার সম্পর্কে আমরা সচেতন।
  • ব্যক্তি ও চিন্তার স্বাধীনতাকে মূল্যবান করি।
  • পাঠকের ব্যক্তিগত গোপনীয়তাকে আমরা রক্ষা করি।
  • পাঠকের নিরাপত্তা রক্ষার বিষয়ে আমরা অঙ্গিকারাবদ্ধ।


অঙ্গিকার

  • পাঠকের ইমেইল বা স্থানীয় ঠিকানা আমাদের আগ্রহের বিষয় নয়।
  • ওয়েব ম্যাগাজিনের html, css অথবা java অংশের কোথাও কোনো গোপন অস্বাভাবিক স্ক্রিপ্ট (Script) বসানো নেই।
  • ম্যাগাজিনের পাতায় (Webpage) থাকা কোনো লিংক (Link) অথবা বর্ণ (Text)সমূহে ক্লিক (Click) করলে কোনো ধরণের গোয়েন্দা সফটওয়ার নিজে থেকে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে ইনস্টল হবে না।
  • আমরা কোনো রকম রোবট ব্যবহার করে বা যান্ত্রিক উপায়ে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম (OS), স্ক্রিন রেজুলুশন, মডেল বা কোম্পানীর নাম ও ইলেকট্রনিক ঠিকানা (Mac address), অথবা আপনার ইন্টারনেট কানেকশনের তথ্য (যেমন: অপারেটর, লোকেশন, IP address ইত্যাদি) সংগ্রহ করি না। 


আমরা যেসব বিষয়ে নজরদারি করি না

  • প্রকাশিত লেখাসমূহ পড়াকালীন কি-বোর্ডের কোন বোতামে আপনি চাপ দিয়েছেন
  • মাউস দিয়ে কোন জায়গায় ক্লিক করেছেন
  • সাইট কতক্ষণ ধরে পাঠ করেছেন
  • ২৪ ঘন্টার কোন ঘন্টা, মিনিট বা সেকেন্ডে এসেছেন
  • পাঠ করা শেষ করে অন্য কোন সাইটে চলে গেলেন
  • পাঠকালীন সময়ে ব্যবহৃত ব্রাউজারের অন্য ট্যাবে যে ওয়েবসাইটগুলো খুলেছেন
  • কম্পিউটার নাকি মোবাইল ফোন দিয়ে ম্যাগাজিন পড়ছেন
  • কোন ব্রাউজার দিয়ে ভিজিট করছেন
  • কোন দেশ থেকে পত্রিকা পাঠ করছেন ইত্যাদি।


স্বীকারোক্তি -


  • বইচিন্তা পত্রিকা গুগল কোম্পানীর হোস্টিং (https://www.blogger.com) ব্যবহার করে অনলাইনে প্রকাশ করা হচ্ছে।
  • গুগল কোম্পানী তার নিজের বাণিজ্যিক প্রয়োজনে সার্চ পেজের রেজাল্ট তৈরির জন্য বিভিন্ন ধরনের রোবট সারা পৃথিবীর অনলাইনে ছড়িয়ে রেখেছে। সেইসব রোবট ইঞ্জিন অনলাইনে থাকা যে কোনো ওয়েবসাইট এবং যে কোনো পাঠক/ ভ্রমণকারীর তথ্য কারো অনুমতি ছাড়াই সংগ্রহ করে নিয়ে থাকে।
  • এইসব রোবটের সাথে 'বইচিন্তা'র কোন সচেতন যোগাযোগ বা কোনো আর্থিক বা রাজনৈতিক বা সামাজিক বা ব্যক্তিগত যোগাযোগ নেই। তাদের দ্বারা সংঘটিত কোনো অস্বাভাবিক কাজের দায় আমাদের ঘাড়ে বর্তায় না। আসলে গুগল কোম্পানী কারো কোন অনুমতির অপেক্ষা করে নিজেদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে না। তাই, গুগল কোম্পানীসহ অন্যান্য সার্চ ইঞ্জিন ও বিভিন্ন প্রকারের রোবটের মাধ্যমে ঘটিত কোনো বে-আইনী ঘটনার দায়িত্ব অন্য কারও নয়।
  • Google.com ছাড়াও Microsoft কোম্পানীর bing.com এবং yahoo.com সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্র রোবট অনলাইনে ভ্রমণকারীর পূর্বানুমতি ছাড়াই যে কোন ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে নিতে পারে। সেক্ষেত্রেও, তাদের দ্বারা সংঘটিত কোনো প্রকারের বে-আইনী বা অনৈতিক বা অসামাজিক কাজের দায়ভার আমাদের নয়।