প্রেম: নিকোলাস লেসকফ


আলোচক: মরিয়ম মেরিনা


মূল কাহিনী

পরকীয়া- সর্বহারা- মৃত্যু।


প্রিয় লাইন:


১. আমার মনে কোন সন্দেহ নেই, সামান্যতম স্পর্শকাতরতা যার হৃদয়ে আছে তার কাছে আপনি সান্ত্বনার চিরন্তন উৎস। 


২. সোনালি চুলের কোমল মাথাটি দেখিনু জানালা দিয়া,

 কুগ্রহ মোর, ঘুমোওনি তুমি? আবার ভাঙিবে হিয়া—!

বুকের ভিতর জড়ায়ে রাখিব মম গুণ্ঠনে, প্রিয়া।


৩. তোমাতে-আমাতে দুজনাতে কত না দীর্ঘ শরৎ-হেমন্তের রাত কাটিয়েছি পাশাপাশি বসে, তোমাতে-আমাতে কত না আনন্দে সময় কাটিয়েছি কত না হেলাফেলায়; এই বিরাট বিশ্ব থেকে তোমাতে আমাতে মানুষ ওপারে পাঠিয়েছি নিষ্ঠুর মৃত্যুর ভিতর দিয়ে।


**********

বইঃ প্রেম

লেখকঃ নিকোলাস লেসকফ

অনুবাদঃ সৈয়দ মুজতবা আলী

প্রকাশকঃ মো.আলাউদ্দিন সরকার 

দ্বিতীয় সংস্করণ-অক্টোবর ২০২০

প্রচ্ছদঃ ধ্রুব এষ

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত