সূর্য দীঘল বাড়ি, লেখক: আবু ইসহাক
আলোচক ~ মরিয়ম মেরিনা
উপন্যাসের অনেকাংশ জুড়েই কুসংস্কারে আচ্ছন্ন। কুসংস্কার দিয়েই শুরু, আবার কুসংস্কার দিয়েই শেষ।
সূর্য দীঘল বাড়িতে বংশ টেকে না, মানুষ মরে। মুখে মুখে রটে যায় এসব। মানুষ বিশ্বাস করলেও কিন্তু এর পিছনের গল্প ভিন্ন। মানুষ সৃষ্ট কান্ডকারখানাই কুসংস্কারের নাম ধরে চলে আসছে বহুকাল ধরে। সেই সময়ের সমাজ এসব কুসংস্কার মানত, এতে মঙ্গল-অমঙ্গল খুঁজত। অগাধ বিশ্বাস করত কবিরাজ শ্রেণীর মানুষকে। রোগ-বালাই-এ তারা ডাক্তারের কাছে যেতে চাইত না।
ধর্মের দোহাই মানুষের পায়ে শিকল পড়িয়ে দেয়, অনাহারে রাখে। অভাবী মানুষজনকে অপেক্ষা করতেও দেখা যায়, কবে পাকিস্থান স্বাধীন হবে এবং ভাতের কষ্ট দূর হবে। চালের দামে সস্তায় আসবে। কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতা আসলেও চালের দাম আর ভাতের কষ্ট দূর হয়না।
উপন্যাসের শুরু সূর্য দীঘল বাড়িকেই কেন্দ্র করে, সেই বাড়িতেই উন্যাসের সমাপ্তি।
=:=:=:=:=:=:=:=:=:=:=:=:=
বইঃ সূর্য দীঘল বাড়ি
লেখকঃ আবু ইসাহাক
প্রকাশনীঃ নাসাস
প্রচ্ছদঃ আব্দুর রউফ
মূল্যঃ একশত পঁচাত্তর
প্রথম প্রকাশঃ ১৯৫৫ সালে
ষষ্ঠবিংশ মুদ্রণঃ জুন ২০১৯
উৎসর্গঃ বাবার স্মৃতির উদ্দেশ্যে
Post Comment
কোন মন্তব্য নেই
মার্জিত মন্তব্য প্রত্যাশিত