আহমদ ছফা লিখিত "দোলাে আমার কনক চাঁপা"

আহমদ ছফা রচিত শিশু কিশোরদের জন্য গল্পের বই "দোলাে আমার কনক চাঁপা"


আলোচক: সুশান্ত বর্মণ


বরেণ্য চিন্তাবিদ আহমদ ছফা শিশু-কিশোরদের মন নিয়ে ভেবেছেন। রচনা করেছেন গল্পের বই  "দোলাে আমার কনক চাঁপা"৷ গল্প রয়েছে মোট সাতটি।


বইয়ের শেষ ব্লার্বে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে৷ সেখানে সংক্ষেপে লেখকের বর্ণিল ও কর্মমুখর জীবনের উপর আলোকপাত করা হয়েছে৷ সেখানে যা লেখা রয়েছে তা নিম্নরূপ:-


আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামে। বাংলাদেশের অন্যতম সেরা লেখকদের একজন। সাহিত্যের প্রতিটি শাখায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, ভ্রমণকাহিনী, অনুবাদসহ সাহিত্যের সকল ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। সব্যসাচী বিরলপ্রজ এই লেখক একাধারে দার্শনিক এবং মানবতাবাদী। অধুনালুপ্ত দৈনিক গণকণ্ঠের উপদেষ্টা এবং সাপ্তাহিক উত্তরণ ও উত্থানপর্বের প্রধান সম্পাদক। ছিলেন বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতাসম্পাদক। তাঁর একাধিক রচনা অনূদিত হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়। প্রচারবিমুখ এ লেখক কখনাে নাম-যশ-পুরস্কার এসবের তােয়াক্কা করেননি। সেজন্য প্রত্যাখান করেছিলেন বাংলাদেশ লেখক শিবির পুরস্কার’ এবং শহীদ আখন্দ স্মৃতি পুরস্কার লাভ করেছেন মরণােত্তর একুশে পদক। এ মনীষী লেখক ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।


সূচনাংশে নিজের বই সম্পর্কে লেখক বলেন-


গল্পগুলাে কিশােরদের জন্যে লেখা হলেও সর্বত্র কিশােরীয়ানা ঠিকমত ফুটে ওঠেনি। এজন্য লেখকই দায়ী। লেখার ইচ্ছে এবং ক্ষমতা দুটো এক জিনিস নয়। তাই রচনাগুলাে যদি ইচ্ছের বিরুদ্ধে অন্যকিছু হয়ে গিয়ে থাকে, তার জন্য লেখক ক্ষমাপ্রার্থী। গল্পগুলাে বিভিন্ন সময়ের ব্যবধানে রচিত। কোন কোনটি কাগজে ছাপা হয়েছে। সে সুবাদে সংশ্লিষ্ট সম্পাদকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তাছাড়া গল্পগুলােয় নানা প্রিয়বন্ধুর স্মৃতিবিজড়িত । তাদের কেউ চোখের সামনে আছে, কেউ নেই। বইটির প্রকাশনাকালে সকলকে আবার স্মরণ করছি। - আহমদ ছফা


বইয়ের সুচীপত্র নিম্নরূপ:-


  • দোলাে আমার কনক চাঁপা
  • সােনা
  • পুতুল
  • ঘােড়া চুরির সাক্ষী
  • দুটি মর্মর মূর্তির কাহিনী
  • স্বপ্ন সমুদ্দুর
  • আমির সওদাগর
  • মরণের পরে


বইটি উৎসর্গ করা হয়েছে সত্যেন সেনকে।


বইয়ের কোথাও প্রথম প্রকাশের কোন তথ্য নেই৷ হাতে থাকা বইটি প্রকাশ করেছে স্টুডেন্ট ওয়েজ, তৃতীয় সংস্করণের প্রকাশকাল ২০১৭, প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মামুন কায়সার, ৯২ পৃষ্টার বইটির মূল্য ১৬০ টাকা৷ ISBN: 978 984 92793 1 9

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত