রাসেল রায়হানের গল্পের সংকলন ‘কয়েকজন অর্ধেক মানুষ’


আলোচক: সাম্য রাইয়ান


গত চার-পাঁচদিন ধরে আস্তেধীরে পড়লাম রাসেল রায়হানের নয়টি গল্পের সংকলন ‘কয়েকজন অর্ধেক মানুষ’

কবি রাসেল রায়হান তার প্রতিটি গল্পে ‘গল্প’ই বলতে চেয়েছেন। প্রথম গল্প ‘পেণ্ডুলাম’ একটি বীভৎস ভয়ানক গল্প। যেখানে এক শিশুর পিতা তার সামনে তার মাকে পাঁচশতবার কান ধরে উঠবস করানোর মধ্য দিয়ে অন্তিম যাত্রী করে তোলেন। ‘শুভ মৃত্যুদিন’ বন্ধুবৃত্তের বাস্তব গল্প, এরকম বন্ধু দেখা যায়। ‘একজন সুখী ঘুমকাতুরে মানুষ’ গল্পে সোসাইটি কীভাবে সুখী মানুষের সুখ নষ্ট করে সেই গল্পই লিখেছেন লেখক। ‘স্টুপিডিটি সিনড্রোম’ এক আজব গল্প! বর্তমান, অতীত, ভবিষ্যত— তিন পর্বে গল্পটি লেখা হয়েছে।

প্রাগৈতিহাসিক গুহাচিত্র নিয়ে গল্প। এই বিষয়ে গল্প আমি এর আগে পড়েছি বলে মনে পড়ছে না। অভিনব বিষয় এবং প্রকাশ। ভালো লেগেছে৷ আরেকটা দারুণ গল্প ‘দুজন অর্ধেক মানুষ’। নায়ক সালমান শাহ’র মৃত্যুর পর তার এক তরুণ ভক্ত ঢাকায় আসে নায়ক হবার স্বপ্ন নিয়ে, তারপর সে এফডিসিতে যায়, সেখানকার দারোয়ান তাকে একটা পাবলিক টয়লেটের ক্যাশ বাক্সের চাকুরী দেয়। তবু সে অভিনয় করার আগ্রহ ছাড়ে না। গল্পে কয়েকটি ছেড়া ছেড়া দৃশ্য আমরা পাই এবং শেষে নাটকীয়ভাবে সেই তরুণ আত্মতৃপ্তি লাভ করে।


সবমিলিয়ে বইটা ভালোই। বানান বিশেষ ভুল নাই, শুধু মাঝে মাঝে কিছু শব্দ স্পেসহীনতার কারণে এক শব্দে পরিণত হয়েছে!

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত