গোরখোদক' - জুলকারনাইন স্বপন

গোরখোদক' - জুলকারনাইন স্বপন


~ মরিয়ম মেরিনা

গোরখোদক' জুলকারনাইন স্বপনের ৬টি ছোটগল্প নিয়ে রচিত গল্পগ্রন্থ।

গল্পগুলোর শব্দচয়ন, রচনাশৈলী ও প্রকাশভঙ্গি অসাধারণ। গল্পগুলোতে লেখকের আঞ্চলিক ভাষায় প্রকাশে সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

প্রথম গল্প 'গহীনের প্রেম'। বৃক্ষপ্রেমী দুরন্ত কন্যা বীনা।সময়ের সাথে সাথে বীনা এবং তার প্রিয় শিউলী গাছ জীবন্ত লাশ হয়ে যায়। 
 
দ্বিতীয় গল্পে আর এক প্রকৃতির মানুষ মনছার। নৌকা এপার-ওপার করেই তার জীবিকা নির্বাহ। গল্পের নামকরণ তার নামেই 'মনছার খেউনি'।

তৃতীয় গল্পে উঠে এসেছে 'তাহাদের জীবন' যাদেরকে নিয়ে কেউ ভাবে না সেই পথে বসা ভিক্ষুকদের কথা।
 
এছাড়াও 'মোহমায়া', 'মনসা কাকা' গল্প দু'টিও অসাধারণ। 

আর "গোরখোদক" গল্পটির প্রধান চরিত্র 'কালু'। অসাধারণ এই গল্পটি থেকেই বইটির নামকরণ করা হয় "গোরখোদক"।

ঘাসফুল প্রকাশনীর বইটির মূল্য ১৫০৳.

আশা করছি, অসাধারণ এই বইটি পাঠক প্রিয়তা অর্জন করবে। সবশেষে লেখকের জন্য অনেক শুভকামনা রইল।

Post Comment

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত