আহমেদ তানভীর সম্পাদিত ‘ৎ’ (খণ্ড-ত) পত্রিকা
আলোচক: সাম্য রাইয়ান
হাতে পেলাম আহমেদ তানভীর সম্পাদিত ‘ৎ’ (খণ্ড-ত) এর পঞ্চদশ সংখ্যা৷ ইতোপূর্বে পত্রিকাটির একাধিক সংখ্যা পড়ার সুযোগ হয়েছিলো৷ সেগুলো ছিলো ক্ষীণকায়৷
কিন্তু এবারের সংখ্যাটি বিশালাকার! ১৩টি গল্প, ৩৩টি কবিতার পাশাপাশি প্রবন্ধ-নিবন্ধ, আঞ্চলিক ভাষার সাহিত্য, ঐতিহ্য, সাক্ষাৎকার, স্মৃতিচারণ, ভ্রমণগদ্য, মুক্তগদ্য, গ্রন্থালোচনা নিয়ে ১৮৪ পৃষ্ঠার এত বড় আয়োজন করা কী যে ঝক্কির কাজ তা লিটলম্যাগ সম্পাদকমাত্রই জানেন৷
খণ্ড-ত'র জন্য শুভকামনা…
কোন মন্তব্য নেই
মার্জিত মন্তব্য প্রত্যাশিত