দৃষ্টিপাত: যাযাবর (বিনয় মুখোপ্যাধায়)

দৃষ্টিপাত: যাযাবর (বিনয় মুখোপ্যাধায়)


আলোচক: মরিয়ম মেরিনা


মূল ভাবনাঃ


বইটি গদ্যশৈলীর। এখানে ইতিহাস, ঐতিহাসিক স্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক ঘটনার অসাধারণ প্রকাশ। এর সাথে ঐতিহাসিক চরিত্রগুলোও স্পষ্ট। 


এছাড়াও ছিল, আরাধকারের প্রেমের ব্যর্থতা। সেখানে লেখক নারীদেরকে বা সুনন্দা নারী বলে কটাক্ষ করে বলেন,


'সে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র। আবিষ্কার নয়, যেমন পুরুষকের কাছে।'


অন্যত্র আবার বলেছেন,


পুরুষেরা যেমন গৃহিণীদের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, তেমনি নারীর কাছে স্বামীর গুরুত্ব ভর্তৃকারূপে নয়, বন্ধুরূপে।


লেখকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ, আলোচনা ও উপস্থাপনা বইটির পাঠকপ্রিয়তার কারণ।


**********


বইঃ দৃষ্টিপাত

লেখকঃ যাযাবর (বিনয় মুখোপ্যাধায়)

প্রকাশকঃ মোঃ আলাউদ্দিন সরকার 

প্রচ্ছদঃ ধ্রুব এষ

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত